// লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার এর আশ্বাসে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ এর বিরুদ্ধে মানববন্ধন স্থগিত করেছে লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ লালপুর উপজেলা শাখা।
গত ২৩ জানুয়ারি জমি সংক্রান্ত ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারকে ভ্রাম্যমাণ করে এক মাস কারাদ- দেয় সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ।
রবিবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বরে পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে মানববন্ধন আহবান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূক্তভোগীকে বিধি মোতাবেক মুক্তি দেওয়ার আশ্বাস দেওয়ায় মানববন্ধন স্থগিত করে আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপেন্দ্র নাথ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের লালপুর শাখার সভাপতি অধ্যক্ষ পরিমল কুমার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, শ্রী গণেশ চন্দ্র দাস, শ্রী স্বপন কুমার ভদ্র, আশীষ কুমার সরকার সুইট প্রমূখ।