নাটোরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

// নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় অপহরণ ও ধর্ষণ মামলায় দুলাল কুমার দাস (৩৮)নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সেই সাথে অপর একটি ধারায় একই আসামির ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বেলা এগারোটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন। দন্ডপ্রাপ্ত দুলাল একই উপজেলার চিমনাপুর গ্রামের অজিত কুমার দাসের ছেলে।
স্পেশাল পিপি আনিসুর রহমান জানান,২০১০ সালের ২৩ জুলাই রাতে বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর গ্রামের এক গৃহবধূ বাড়ির বাইরে গেলে দুলাল কুমার দাস তার মুখ বেধে পাশের আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা টের পেয়ে ঘটনাস্থলে গেলে দুলাল দৌড়ে পালিয়ে যায়। ঘটনার একদিন পর ভিকটিম বাদী হয়ে দুলাল এবং সহযোগী হিসাবে নিজাম নামে আরও একজনের বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১৩ বছর পর আদালত দুই আসামি দুলাল এবং নিজাম উদ্দিনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে দুলালকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অপর একটি ধারায় একই আসামির ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জড়িমানার টাকা ভিকটিক পাবে উল্লেখ করে রায়ে আরও বলা হয় দুলালের সাজা একটার পর একটা কার্যকর হবে। একই সাথে নিজামুদ্দিন নামে অপর আসামি দোষী হিসাবে প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।