আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহারে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে গ্রেফতার ও টাকাসহ তাস খেলার সরঞ্জাম উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারী) বেলা আড়াই টায় সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার সংলগ্ন মায়া বিড়ি অফিসের দক্ষিন পাশে রেলওয়ে পরিত্যক্ত টিনের ঘরের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার চা বাগানের ইয়াদ আলীর ছেলে আজাদ (৫৩), আদমদীঘির কুসুম্বী সোনারপাড়ার আফছার আলীর ছেলে লুৎফর রহমান দুলু ((৪৮), সান্তাহার স্টেশন কলোনীর নাজির উদ্দীনের ছেলে রাকিব (৩৬), সান্তাহার ইয়ার্ড কলোনীর তেছের আলীর ছেলে কালাম (৫২) ও সাঁতাহার এলাকার গোলাম রসুলেল ছেলে আনোয়ার হোসেন (৫৪)। এ ব্যাপারে আদমদীঘি থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বেলা আড়াই টার সময় সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার সংলগ্ন মায়া বিড়ি অফিসের দক্ষিন পাশে রেলওয়ে পরিত্যক্ত টিনের ঘরের ভিতর তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের সান্তাহার ফাঁড়ির পুলিশ ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ইক্ত পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় জহুরুল ইসলাম ও ইয়াছিন আলী নামের দুইজন পালিয়ে যায়। জুয়া খেলার আসর থেকে ৩ হাজার ২০০টাকা এক প্যাকেট তাস ও চটসহ বিভিন্ন সামগ্রি জব্দ করা হয়। সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন এদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদারতে পাঠানো হয়েছে।