দেশের বিভিন্ন অঞ্চলে নামবে বৃষ্টি বাড়বে শীত

আগামীকাল বুধবার বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়াও বিভিন্ন অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ পূর্বাভাসে আর জানিয়েছে, বৃষ্টির সময় শীতের তীব্রতা কমে আসবে। তবে বৃষ্টি ও মেঘ কেটে গেলে শীতের তীব্রতা আবারও বেড়ে যাবে।

এছাড়া বৃহস্পতিবার ঢাকা, বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। আর বিভিন্ন অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। রাতের শীত বাড়তে পারে।