শীতে বেড়ার হাট-বাজারে কমেছে সবজি ফসলের আমদানি

// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
দির্ঘ দিন ধরে শৈত প্রবাহ বিরাজ করায় প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে পাবনার বেড়া উপজেলার হাট-বাজার গুলোতে সব ধরনের শীত কালীন সবজি ফসলের আমদানি কমে গেছে। কৃষকরা জানান শীত ও ঘন কুয়াশায় সবজি ফসলে মেদা পোকাসহ নানা ধরনের পোকার সংক্রমণ দেখা দিয়েছে। যার কারণে সবজি জাতীয় ফসলের ফলন বিপর্যয় ঘটছে। পেচাকোলা গ্রামের কৃষক হাদিউল জানান তার এক বিঘা শসার ফসলের ক্ষেত শীতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ শসার গাছ গুলো মরে গেছে। হাটুরিয়া গ্রামের কৃষক শ্যামল গোস্বামী বলেন তার দুই বিঘা জমির বাঁধা কপির ফসল বিনষ্ট হয়ে গাছ গুলো শীতে কুঁকড়ে যাচ্ছে। চরনাগদাহ গ্রামের কৃষক ও ইউপি সদস্য জাহিদ মোল্লা বলেন প্রচন্ড শীতে ও হিমেল বাতাসে চরাঞ্চালের অধিকাংশ সবজি ফসলের ক্ষেত ক্ষতি সাধিত হয়েছে। চাষিরা জানান অতিরিক্ত ঠান্ডায় ও হিমেল বাতাসে গাছ ও ফল বড় না হয়ে পাতা ঝরে পড়াসহ ও অধিকাংশ সবজি গাছ মরে যাচ্ছে। যার কারণে বাজার গুলোতে আমদানি কমে যাওয়ায় সব ধরনের সবজি ফসলের দাম দ্বিগুন-তিন গুন বেড়ে গেছে বলে সবজি বিক্রেতারা জানিয়েছেন। এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন, অতিরিক্ত শীতের কারণে সবজি ফসলের কম বেশি কিছুটা ক্ষতি হয়েছে।