টাঙ্গাইলে বৈদ্যুতিক খুটির গর্ত খননকালে মর্টারের গোলা উদ্ধার

// কামরুল হাসান টাংগাইল পতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুটির গর্ত খনন করতে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টারের গোলা পাওয়া গেছে।

২১ জানুয়ারি রবিবার সকালে  ঘাটাইল থানা বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিন কর্নারে বিদ্যুতের খুটির গর্ত খননের সময় মর্টার গোলাটির সন্ধান পাওয়া যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল থানার বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিন কর্নারে পল্লী বিদ্যুতের একদল কর্মীরা খুটির গর্ত খননকালে মর্টার গোলাকৃতির একটি লোহার বস্তু দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই বস্তুটি তাদের হেফাজতে নেয়।

এবিষয়ে ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সজল খান জানান, লোহার বস্তুটি অবিস্ফোরিত মর্টারের গোলা। গোলাটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।  তাৎক্ষনিকভাবে সেনাবাহিনীর ঘাটাইল ক্যান্টনমেন্টকে জানানো হয়েছে।