আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চায়—-এমপি আফিল উদ্দিন

ইয়ানূর রহমান : সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছর ধরে নিরলস পরিশ্রম করেছেন। আমাদেরকে অনেক নিম্নস্থান থেকে তুলে এনে তিনি উন্নয়নের উন্নত শিখরে পৌঁছে দেওয়ার দ্বারপ্রান্তে। আমরা সে উন্নয়নের সারথী হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায়।
এজন্য শার্শা উপজেলার একঝাক দক্ষ ও স্মার্ট প্রশাসনের নিপুন হাতের ছোঁয়ায় এ উপজেলা থেকেই স্মার্ট বাংলাদেশের স্লোগান তুলতে চায়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট শার্শা উপজেলা গড়তে চায়।

রবিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভা, আইন শৃঙ্খলা ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণকালে কথাগুলি বলেন তিনি।

শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ আফিল উদ্দিন এমপি প্রশানিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সকল কর্মকর্তা-কর্মচারিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের প্রচেষ্ঠায় একটি নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠসহ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি সকলকে জবাবদিহি মূলক উন্নয়ন কর্মকান্ডের দিক নির্দেশনা দেন।

উক্ত মাসিক সভার সঞ্চালক শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংসদ শেখ আফিল উদ্দিন টেকসই উন্নয়নের কথা বলেন। সরকারের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নের কারিগর সরকারি তরুণ, মেধাবী ও পরিশ্রমী কর্মকর্তা- কর্মচারিদের দেশপ্রেমে উজ্জ্বীবিত থাকার আহবান জানান।

এসভার পূর্বে সরকারি দপ্তরের মাসিক সভার প্রথম সভায় সাংসদ শেখ আফিল উদ্দিন উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে, সভার শুরুতে নব-নির্বাচিত সাংসদ ও টানা ৪বারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে উপজেলা প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী
কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।#