// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধার গোখাদ্য খড়ের পালায় দুবৃর্তরা অগ্নিসংযোগ করায় ১৫ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়েছে। এ তার পালন করা ৫টি বিদেশী জাতের গোখাদ্য সংকটে পড়েছে। গত মঙ্গলবার (৯ জানুয়ারী) দিবাগত গভীর রাতে আদমদীঘি উপজেলার তালশন দক্ষিনপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফেরদৌসের বাসার সামনে খলিয়ানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফেরদৌস জানান, তিনি দীর্ঘ দিন যাবত দেশী ও বিদেশী জাতের গরু লালন পালন করে আসছেন। বর্তানে তার গোয়াল ঘরে বিদেশী জাতের বড় ছোট ৫টি গরু রয়েছে। এসব গরুদের খাবারের জন্য তার নিজের ও কেনা ১৫ বিঘা জমির খড় বাসার সামে খলিয়ানে পালা বা স্তুপ করে রাখেন। গত মঙ্গলবার দিবাগত রাতে দুবৃর্তরা ওই খরের পালায় অগ্নিসংযোগ করে। বিষয়টি জানান পর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা আগুন নিয়ন্ত্রন আনলেও সমস্ত খড় পুড়ে ছাই হয়। এতে তার ৪০ হাজার টাকা ক্ষতির পাশাপাশি গোখাদ্যের সংকটে পড়েছেন বলে তিনি জানান।