// রফিকুল ইসলাম সুইট : পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বুধবার সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন সাবেক এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান জেলা আওয়ামী লীগ, জেলা কৃষকলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বঙ্গবন্ধুর স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দিবস উদযাপন উপলক্ষ্যে পাবনা জেলা পরিষদের উদ্যোগে বেলা ১১ টায় জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র মুড়্যালে শ্রদ্ধঞ্জলি অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাপ হোসেন গোলাম, মাসপো গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ বিশ^াস, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেল, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারি, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। চলমান রিক্সা চালক, অটো চালক ও পথচারী শ্রমজীবীদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকন।