// রফিকুল ইসলাম সুইট : পাবনায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ্ব-১৫ বাছাই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জেলা হতে মোট ৫জনকে বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত করা হয়েছে।
বুধবার সকালে পাবনা আমিন উদ্দিন স্টেডিয়ামে বাছাইকৃতদের মাঝে আনুষ্ঠানিকভাবে ফরম তুলে দেয়া।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে এই বাছাই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক, বাসস ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবীর প্রমূখ।
৯ টি উপজেলা থেকে ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।
এ সময় অতিথিগন বক্ত্যবে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্রিকেট বাংলাদেশে ক বিশ^ দরবারে পরিচিত করছে আশা করি ফুটবল ও সাফল্য বয়ে আনবে। সরকার ফুটবল খেলার উন্নয়নে অনেক কাজ করছে আমাদেও এগিয়ে আসতে হবে। বাবা, মা, দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।