// নাটোর প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে স্থানীয় ভাবে প্রাপ্ত ফলাফলে তিনটি আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও একটিতে আওয়ামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭ ভোট।
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে আওয়ামীলীগ মনোনীত শফিকুল ইসলাম শিমুল এক লাখ ১৭ হাজার ৮৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট।
নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এক লাখ ৩৫ হাজার ৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এক লাখ ১৩ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৯০হাজার ৭৪৮ ভোট।