// রফিকুল ইসলাম সুইট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহৃস্পতিবার বিকেলে পাবনা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের সাথে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় যোগদান করেন। এ সময় পাবনা ৫টি নির্বাচনী আসনেই অংশগ্রহনমুলক নির্বাচন করার প্রত্যয় ব্যাক্ত করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো প্রধানমন্ত্রী বানানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
বৃহস্পতিবার দুপুর থেকেই পাবনা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর কানায় কানায় পরিপুর্ণ হয়ে উঠে। এই জনসভার মাধ্যমে পাবনা মানুষের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উদ্দীপনার সৃষ্ঠি হয়েছে বলে মন্তব্য করেন অনেকে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি পাবনা বাসীর পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহন মুলক হবে বলে বক্তব্য রাখেন। এসময় এমপি প্রিন্স আরো বলেন পাবনাবাসীকে শেখ হাসিনার সরকার অনেক দিয়েছে এরপরও পাবনা মানসিক হাসপাতাল কে বিশ^মানের, কাজির হাট টু আরিচা দ্বিতীয় পদ্মাসেতু, ঈশ^রদী বিমানবন্ধর চালুর দাবি করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের কেউ যদি স্বতন্ত্র বা অন্য প্রার্থীর ওপর কোনো হস্তক্ষেপ করেন, সংঘাতে জড়ান তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জনগণ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। কেউ কারো প্রতি হস্তক্ষেপ করতে পারবে না। যদি আমাদের দলের কেউ স্বতন্ত্র বা অন্য প্রার্থীর সঙ্গে সংঘাত, বিশৃঙ্খলা করে তাহলে রেহাই নেই। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচাল করার নামে আগুন, সন্ত্রাস, জঙ্গিবাদ করে কেউ যেন মানুষের ক্ষতি করতে না পারে এজন্য সতর্ক থাতকে হবে। আগামী ৭ জানুয়ারি জনগণ ভোট দেবে। এটা তাদের সাংবিধানিক অধিকার। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
ভার্চুয়ালী জনসভায় পাবনা পান্তে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক ও পাবনা ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলামা ফারুক খন্দকার প্রিন্স এমপি। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পীকার ও পাবনা ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হক টুকু এমপি, পাবনা ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবীর এমপি, পাবনা ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকবুল হোসেন এমপি, পাবনা ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো, গালিবুর রহমান শরীফ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন, সদও উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা আইনজীবি বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ বাবু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্ততুজা বিশ^াস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখা, যুবমহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালি,সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা কমিটির সভাপতি কামরুজ্জামান রকি, শ্রমিক লীগের সভাপতি ফোরকান আলী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার প্রমূখ।