সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসেরসহ গ্রেপ্তার ৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

আজ বুধবার (২ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
ক্ষুদে বার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে।

preload imagepreload image