আদমদীঘিতে ৩০ বিঘা জমির খড়ের পালায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পৃথক দুটি গ্রামে ৩০ বিঘা জমির খড়ের পালায় অগ্নিসংযোগ করে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে আদমদীঘি উপজেলার আড়াইল ও তারতা গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান।
জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের আড়াইল গ্রামের কৃষক বেলাল প্রামানিক তার ১০ বিঘা জমির ধান মাড়াই করে গরুর খাদ্য হিসাবে বাড়ির পাশে একটি স্তপ করে পালা দিয়ে রাখেন। গত সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ওই খড়ের পালায় অগ্নিসংযোগ করে। এতে প্রায় ১৮ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়। অপরদিকে একই রাতে কুন্দগ্রাম ইউপির তারতা গ্রামের কৃষক লুৎফর রহমানের প্রায় ২০ বিঘা জমির ধান মাড়াই করে বাড়ির পাশে একই কায়দায় দুটি পালা দিয়ে রাখেন। ওই দুটি পালায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলে সমস্ত খড় পুড়ে ছাই হয়। তার প্রায় ৩২ হাজার টাকার খড় পুড়ে যায় বলে তিনি দাবী করেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করে ব্যর্থ হয় বলে ক্ষতিগ্রস্থ কৃষক বেলাল প্রামানিক ও লুৎফর রহমান জানান।