আদমদীঘিতে ঋন খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ নওগাঁ আদালতের ২ কোটি ৪ লাখ টাকা ঋন খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কফিল উদ্দিন (৫২) কে গ্রেফতার করেছে। গত সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে সান্তাহার বাসা থেকে গ্রেফতার করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী কফিল উদ্দিন সান্তাহার নতুন বাজার এলাকার মৃত তহির উদ্দিনের ছেলে ও কপিল ট্রেডার্সের স্বত্বাধিকারী।
আদমদীঘি থানা পুলিশ জানায়, নওগাঁ যুগ্ম দায়রা জজ আদালতের ২০২০ সালের একটি সিআর ৪৩৮ নম্বর মামলায় ২ কোটি ৪ লাখ টাকা ঋন খেলাপি আদালত সম্প্রতি সান্তাহার কফিল ট্রেডার্সের স্বত্বাধিকারী কফিল উদ্দিন এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত সোমবার সন্ধ্যায় তার বাসা থেকে গ্রেফতার করে পরদিন গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয় বলে ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান।