ঈশ্বরদীতে অ্যাপোলো অর্থোপেডিক্স কনসালটেশন সেন্টার উদ্বোধন

// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
শরীরে বিভিন্ন ধরণের বিষ-ব্যাথা, জয়েন্টে ব্যাথা, হাঁড় ভাঙ্গা ও জোড়া দেওয়ার জন্য ঈশ্বরদীতে ‘অ্যাপোলো পেইন ম্যানেজমেন্ট ও অর্থোপেডিক্স কনসালটেশন সেন্টার, উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে শহরের কলেজ রোডে ঠাকুরবাড়ি মন্দিরের বিপরীতে আরআরপি বিল্ডিংয়ে এ কনসালটেশন সেন্টার উদ্বোধন করেন পৌর মেয়র ইসাহক আলী মালিথা। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক রেজিষ্টার ডাঃ রবিন রায় এই কনসালটেশন সেন্টার পরিচালনা করবেন।

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, এস এম রাজা, অপরূপ জুয়েলার্সের মালিক রমেন্দ্র নাথ রায় বেল্টুসহ বিভিন্ন সুধিজন এসময় উপস্থিত ছিলেন।

ডাঃ রবিন রায় বলেন, এই ঈশ্বরদীতেই আমার জন্ম এবং বেড়ে উঠা। স্থানীয় জনগোষ্ঠির চিকিৎসা ক্ষেত্রে সেবাদানের জন্যই আমি এই চেম্বার খুলেছি। জয়েন্টে ব্যাথা, আথ্রাইটিস, বাত ব্যাথা, কোমর ব্যাথা, হাঠু ব্যাথা, হাঁড়ভাঙ্গা, ডায়াবেটিস ফুট আলসার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শদানের পাশাপাশি জেনারেল ফিজিশিয়ান হিসেবে চিকিৎসা সেবাদান করব।