পাবনায় জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্বোধন 

// বিশেষ প্রতিনিধিঃ 

আজ শুক্রবার ১৫ ডিসেম্বর জামাতের সঙ্গে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ। ইটের গাতনি দিয়ে উপরে টিনের চালে এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে এলাকাবাসী ও সুকর্মা ফাউন্ডেশনের এতিম কচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়ন, বিসমিল্লাহ নগরে সুকর্মা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রায় ১০ কাঠা জমিতে ৭ লক্ষ  টাকা ব্যায়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তবে  পর্দার দু পারে নারী ও পুরুষের নামাজ আদায় করার  এটি একটি আধুনিকমানের সম্পূর্ণ পাকা  মসজিদ নির্মানের পরিকল্পনার কথা জানান সুকর্মার কো-  ফাউন্ডার সুহানা শেখ। সুকর্মা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম সৈকত এই প্রতিবেদককে জানান এর পাশাপাশি ৫৪ জন বৃদ্ধ ও ৯৮ জন এতিমের বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেইসাথে ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত কারিগরি ও আইটি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা থাকবে। ৫ তলা ভবন নির্মাণের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। এব্যপারে কর্তৃপক্ষ সকলের সহোযোগিতা কামনা করেছেন। খোতবার আগে প্রধান অতিথির বক্তব্য দেন আঞ্জুমান মফিদুল ইসলাম পাবনার কার্যকরী সদস্য এস এম মাহবুব আলম, সেখানে উপস্থিত ছিলেন সুকর্মা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম সৈকত, বিসমিল্লাহ নগর আবাসিক প্রকল্পের কর্ণধার ওসমান গনি, আঞ্জুমান মফিদুল ইসলাম এর আজীবন সদস্য  খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ ব্যপারী, খামারি মোজাম্মেল প্রামানিক, এলাকবাসী খোকন খান, মোফাজ্জল হোসেনসহ স্হানীয় এলাকাবাসী। জুম্মার নামাজে ইমামতি করেন সুকর্মার ইমাম হাফেজ আশরাফুল ইসলাম। নামাজ শেষে দোয়া করে  তাবারক বতরণ করা হয়।