// রফিকুল ইসলাম সুইট : যথাযথ মর্যাদায় পাবনায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৩।
বৃহস্পতি পাবনা জেলা প্রশান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা প্রেস ক্লাব, পাবনা পৌরসভা, অন্নদা গোবিন্দ্র পাবলিক লাইব্রেরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, হাজী জসীম উদ্দিন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ “ দুর্জয় পাবনা“ য় পুষ্পার্ঘ অর্পন, শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিতে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মো. জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, আব্দুল্লা আল মামুন, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, প্রেগামার সজিব সরকার, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিআরটিএর এডি আব্দুল হালিম প্রমূখ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে শোক র্যালী বের করা হয়। র্যালী শেষে প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
আরও শ্রদ্ধাজ্ঞাপন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোকর্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতের মাধ্যমে শহিদদের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।
পাবনা প্রেসক্লাবের পক্ষ থেকে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনা পুষ্পার্ঘ অর্পণ করেন। সন্ধ্যায় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় সাংবাদিক বৃন্দ এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন।
পাবনা জেলা আওয়ামী লীগ সকাল ৭ টায় পতাকা উত্তোলন,পুর্ষ্পাঘ অর্পণ করে। এ সময় পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগ নেতা বিজয় ভুষন রায়, মোস্তাক আহমেদ আজাদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখা, যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, সাধারন সম্পাদক কহিনুর ফেরদৌস কনা, সদও উপজেলা শাখার সাধারণ সম্পাদক শায়লা আকতার ইলা প্রমূখ।
পাবনা অন্নদা গোবিন্দ্র পাবলিক লাইব্রেরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, শহীদ বুলবুল কলেজ,সকল উপজেলা প্রশাসন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে।