// রানা আহম্মেদ অভি, ইবি।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ এর অংশ হিসেবে এই শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ড.শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.মাহাবুবুর রহমান, মূখ্য আলোচক ড.আব্দুল করিম খান, আলোচক অধ্যাপক ড.শাহাদৎ হোসেন আজাদ, বিভাগটির সভাপতি অধ্যাপক ড.মো.আলমগীর হোসেন ভূঁইয়া, বিভাগের দুই শিক্ষক তন্ময় সাহা জয় এবং মুহাম্মদ উজ্জ্বল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ড.শেখ আবদুস সালাম বলেছেন, ‘যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি শক্তিশালী, আজকের সেমিনারের উদ্দেশ্য হচ্ছে এই প্রতিষ্ঠান যেন শুদ্ধাচার কৌশল আলোচনা করে, এক্টা সোসাইটির মানুষ যত ইনফরমেটিভ হবে সে তত বেশি শক্তিশালী, টেকসই করতে গণমাধ্যমের ব্যবহার যথাযথ জানতে হবে।