// আরব আমিরাতের পর জাপানকে হারিয়ে অনূর্ধ্ব -১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশর যুবারা। জাপানের দেওয়া ১০০ রানের লক্ষ্যে এক উইকেট হারিয়ে সহজেই পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দল।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে আশিকুর ও জিসান। প্রথম পাঁচ ওভারে ওভারপ্রতি প্রায় ১০ রান করে সংগ্রহ করে তারা। ১৬ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিসান। ৪৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন আশিকুর। ১১.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা।
এর আগে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পরে জাপান। ওয়ানডে ম্যাচেও তারা ব্যাটিং করেছে টেস্টের মেজাজে। দলীয় ৫০ রান তুলতে তাদের খরচ হয় ২৬ ওভার। দলটির ওপেনার পারমান ৮০ বল খেলে করেন ১৮ রান। কাজুমা ৪২ বলে করেন ১৩ রান আর আদিত্য ৮ রান করতে বল খেলেছেন ৩২টি। টাইগার যুবাদের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন আরিফুল ইসলাম এবং মাহফুজুর রহমান রাব্বি।