// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সিআইপি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। আজ ১১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদনটি নামঞ্জুর হয়। এর আগে গত ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাইপর্বে দেখা যায়, তার সমর্থনকারী একজন ভোটার ১১মাস আগে মৃত্যুবরণ করেছেন। অথচ,সমর্থনকারী হিসাবে স্বাক্ষর করেন। অপর সমর্থনকারীর ঠিকানায় এই নামে কোন ভোটার পাওয়া যায়নি। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী দ্বৈত নাগরিকত্ব গ্রহন করেছেন। তাই স্থগিত করেন মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম, জাসদের আব্দুল মছব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ।