// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে সরকারিভাবে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে উদ্বোধন করা হয়েছে ঈশ্বরদীর এলএসডি ও মুলাডুলি সিএসডি খাদ্যগুদামের ধান-চাল সংগ্রহের কার্যক্রম।
খাদ্যগুদামে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদীন, ঈশ্বরদী এলএসডি’র এসএমও মাহফুজ-আল-আসাদ, মুলাডুলি খাদ্য গুদামের ম্যানেজার আব্দুল মান্নান সেখ, কৃষক লীগের আহব্বায়ক ফজলুর রহমান মালিথা, চালকল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, সাধারণ সম্পাদক শামসুল আলম বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
ঈশ্বরদীর এসএমও মাহফুজ-আল-আসাদ জানান, আমন মৌসুমে দুটি গুদামে সরবরাহের জন্য মোট ৬,৩৩১ মে:টন চাল এবং ১৪২ মে:টন ধান বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ঈশ্বরদী এলএসডিতে ৩ হাজার ১৬৫ টন চাল ও ৭১ টন ধান এবং মুলাডুলি সিএসডিতে ৩ হাজার ১৬৬ টন চাল ও ৭১ টন ধান সংগ্রহের কথা বলা হয়েছে। সরকার এবারে ৪৪ টাকা কেজি দরে চাল এবং ৩০ টাকা কেজি দরে ধান ক্রয় করবে।