কলমাকান্দায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি করায় দুইজনকে অর্থদন্ড

// কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় রাস্তার উপরে দোকান স্থাপন করে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে পোনে ৫টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা এলাকায় সজীব আলীর ছেলে আল আমিন (২৮) ও কলমাকান্দা সদর ইউনিয়নের শালজান গ্রামের মৃত- ওয়ালেক মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৪৫)।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম বলেন, রাস্তার উপরে দোকান স্থাপন করে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি করায় ১৮৬০ এর ২৯১ ধারায় দুই জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।