সুন্দরগঞ্জে ১৬ জন প্রার্থীর মনোনয়ন জমা

// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার ৫টি আসনের মধ্যে ১ আসন সুন্দরগঞ্জে সবচেয়ে বেশি প্রার্থী  মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  গাইবান্ধার মোট ৫টি আসনের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ৫২ জন এরমধ্যে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ১৬ জন। ঘোষিত তফশীল মোতাবেক ৩০ নভেম্বর বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। সে মোতাবেক জেলা রিটানিং অফিসার ও সহকারি রিটারিং অফিসার এবং সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী মিসেস আফরুজা বারী, জাতীয় পাটির প্রার্থী বর্তমান সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্ট প্রার্থী মো. শরিফুল ইসলাম, কৃষক-শ্রমিক-জনতালীগ প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, জাসদ প্রার্থী গোলাম আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট খন্দকার রবিউল ইসলাম, বিএনএফ প্রার্থী মো. ওমর ফারুক সিজার, জাকের পাটির প্রার্থী মো. মোশারফ হোসেন, বাংলাদেশ কল্যাণ পাটি মোছা: আইরিন আক্তার, এনপিপির মোছা. মর্জিনা বেগম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাফিজার রহমান সরদার, বাংলাদেশ কংগ্রেস পাটির মো. ফখরুল হাসান, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার, এবিএম মিজানুর রহমান, আব্দুল্লাহ নাহিদ নিগার, জয়নাল আবেদীন।