// ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান : ছারছীনা দরবার শরীফের ১৩৩ তম ঈছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন শুরু হয়েছে।
আজ বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান ও ইফতেতাহী আলোচনা এবং কুরআন তেলাওয়াত, হামদ-না’তের মাধ্যমে তিনদিনব্যাপী মাগহফিলের শুরু হয়। আগামী শুক্রবার বাদ জুময়াহ তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
তিনদিনব্যাপী মাহফিলে বাদ ফজর ও মাগরীব হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তা’লীম দিয়ে থাকেন। এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন।
ইতোমধ্যে মাহফিল ময়দানে বিভিন্ন স্থান থেকে পীর-ভাই, মুহিব্বীন সহ হাজার হাজার হাজার মুসুল্লি ও ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়াও মাহফিলে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে বাস, লঞ্চ ও অন্যান্য যানবাহন রিজার্ভ করা যানবাহনের মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য যাত্রাপথে আছেন।
উক্ত মাহফিলে সকল পীর ভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসল্লীদের শরীক হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে অধ্যক্ষ ড. সৈয়দ মোঃ শরাফত আলী।