রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ গুলিবিদ্ধ ১

// নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতার সাথে ওয়ার্ড কাউন্সিলরের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা খারাপ দেখে চিকিৎসকরা ঢাকায় প্রেরণ করেন। বৃহস্পতিবার রাত দশটার দিকে বালিয়াপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সাথে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সন্ধ্যায় একটি মীমাংসায় বিবাদীর পক্ষ নেয় তরিকুল। বিচার না মেনে মনিকে গালাগালি করতে থাকে। রাতে ১৫ থেকে ২০ জন নিয়ে এসে মনির উপর হামলা চালায় তরিকুল। মনিকে লক্ষ্য করে গুলি করলেও আরেকজন গুলিবিদ্ধ হয়। এতে আকরামুল হক গুড্ডু (৩৫) নামের একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। গুড্ডু কাউন্সিলর মনির অনুসারী বলে জানা গেছে। সে নগরী ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা গুড্ডুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অস্ত্রোপচার শেষে দিবাগত রাত ১২টার দিকে তাকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন স্বজনরা। চিকিৎসকরা জানিয়েছেন, গুড্ডুর ডান উরুতে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।সংঘর্ষের ঘটনা পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছে। বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশ কাজ শুরু করেছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আহত গুড্ডুকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। গুড্ডুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।