// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনের যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় আতোয়ার রহমান (৪৫) নামের এক চোরকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত রোববার (২০ নভেম্বর) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আতোয়ার রহমান আদমদীঘির সান্তাহার পৌরসভার পোওতা গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানাযায়, গত রোববার রাত ১০ টায় চিলাহাটী থেকে ঢাকাগামী নীলসাগর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন সান্তাহার ৩নং প্লাটফরমে থামার পর ওই ট্রেনর প্রথম শ্রেনীতে ব্যবহৃত ২টি কটহুক চুরি করে পালানোর সময় নিরাপত্তা বাহিনী স্টেশনের বটতলা নামক স্থানে আতোয়ার রহমানকে আটক করে। এরপর তার হেফাজত থেকে উল্লেখিত চুরি করা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার হাবিলদার নাহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।