পাবনা জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

// পাবনা প্রতিনিধি : পাবনা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাসুত্রে জানাযায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতে অতিরিক্ত আইনশৃঙ্কলা বাহিনী কাজ করছে। নতুন বই অনেকাংশেই চলে আসছে। ২৬১ টি কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যাক্রম চলছে। ২৩ নভেস্বর থেকে আমন ধান সংগ্রহকরা হবে। রাস্তার পাশে পুকুর খনন মাছ চাষ করে রাস্তার ক্ষতি করলে ব্যবস্থা নেয়া হবে। অসহায় গবীবের জন্য শীত নিবারণের জন্য কম্বঠ চলে আসছে। হজের জন্য নিবন্ধন কার্যক্রম চলছে। ১ লক্ষ ৬৭ হাজার মানুষকে ভাতা দেয়া হচ্ছে। পাবনায় মাটি ও সার পরীক্ষার ল্যাব স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা মো. অতুল মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি আরজুমা , পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্স আকসাদ আল মাসুর আনন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সাদাত, চেম্বার্স অব কর্মাসের সভাপতি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম,ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।