পাবনায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : যথাযথ মর্যাদায় এবং অড়ম্বরতায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা প্রশাসনে আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
সভা সুত্রে জানাযায়, যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস পালন ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোক সজ্জা, চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা সহ নানা কর্মসুচী গ্রহন করা হয়েছে।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন. বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি আরজুমা আকতার, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, পাবনা পৌরসভার প্রধান নির্বাহ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে আমাদের এই বিজয় দিবস। এই দিবসের তাৎপর্য নতুন প্রজন্মেও মধ্যে জানাতে হবে। স্বাধীনতার চেতনা সমৃদ্ধ জাতি উন্নয়ন কামী ও শান্তিকামী হয়।