এই সরকার গরিববান্ধব সরকার-  এমপি প্রিন্স

বিশেষ প্রতিনিধিঃ 

শেখ হাসিনার সরকার ১৫ বছরে যা করেছে তা অবিশ্বাস্য। বঙ্গবন্ধু হত্যা হয়েছেন জন্য তিনি করতে পারেননাই।  কিন্তু তার ইচ্ছা পূরণ করতে পেরেছেন 

 তার কন্যা জননেত্রী শেখ হাসিনা । বিশ্বের মধ্যে ছোট দেশ আমাদের এই বংলাদেশ। বিশ্বের বুকে অবহেলিত ও মূল্যহীন একটা দেশকে আজ সম্মানের জায়গায় এনে দাঁড় করিয়েছেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্যই। আজ শনিবার ৪ নভেম্বর সকাল ১০ টায় সদর উপজেলা সমবায অফিস কর্তৃক আয়োজিত ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিয়ে আরও বলেন ২৮ তারিখের পর থেকে যা শুরু হয়েছে বাংলাদেশে! আবার সেই ঘুরেফিরে ১৩- ১৪- ১৫ সালের মতো জ্বালাও পোড়াও করা শুরু হয়েছে। এগুলো করে তারা কিছু করতে পারবে না। আমি সমবায়ের সবাইকে বলতে চাই আপনারা সবাই দেশের সচেতন নাগরিক। এগুলো প্রশ্রয় দেবেন না। এগুলোকে নিন্দা করবেন। হরতাল অবরোধ জ্বালাও পোড়াও করে আমরা তো দেশকে পিছিয়ে দিতে পারি না। আপনারা  মানববন্ধন, মিছিল, সমাবেশ করেন। গাড়ি চললে জ্বালাও-পোড়াও ভাঙচুর এটা কেমন কথা। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি শহর ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। তারপর জাতীয় সংগীত এর মধ্য দিয়ে  জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন মুঃ আসাদুজ্জামান ও জেলা সমবায় অফিসের নেতৃত্বে সমবায়ীবৃন্দ। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। দেশ থেকে দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব প্রদানের বিষয়টি অভাবনীয়। প্রতিবছর এই দিবসটি একযোগে সারাদেশে পালিত হয়। এবারও সারাদেশের ন্যায় পাবনাতে দিবসটি পালিত হলো। এবারের প্রতিপাদ্য “সমবায়ে গরেছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ”। জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির সভাপতি বিশিষ্ট সমবায়ী নিহার আফরোজ জলি, অনন্যা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মহফুজ আলী কাদেরী ও সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নু।  জেলা সমবায় কার্যালয়ের তাঁত বিশেষজ্ঞ আমিনুর রহমান, পাবনা সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাঈদা শবনম ও সদর উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এলজিআরডি) এর ব্যবস্থাপক শাম্মী আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার সোলায়মান বেগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহমেদ, স্থানিয় সরকার পাবনার উপপরিচালক সাইফুর রহমান, পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার  তাহমিদা আক্তার,  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমিন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বৈশাখী, পাবনা সদর উপজেলা সমবায় অফিসার মাসুদ রানা, নিউ উত্তরা ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি রাজিবুর রহমান রিন্টু, পাবনা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ, উপ- সহকারি নিবন্ধক আব্দুল মুত্তালিব, এম এস ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম দোলন প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা বাইজিদ হোসাইন।