যশোরে বাহিনী প্রধান জিয়া ফকির বোমা হামলায় নিহত

ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরে শুক্রবার রাতে বোমা হামলায় বাহিনী প্রধান জিয়া ফকির নিহত হয়েছেন। তিনি অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
একটি বোমা তার শরীরে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীরা জানান, নিহত জিয়া ফকির তার বাহিনী দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। মাস
তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তার পেটে বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।