সান্তাহারে ২৫৬ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ট্রেন যোগে মাদক বহন করে নিয়ে যাবার সময় আদমদীঘির সান্তাহারে ২৫৬ বোতল ফেনসিডিলসহ মাসুদুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদুর রহমান যশোহর জেলার কোতয়ালী উপজেলার রায়পাড়া চাচড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, চিলাহাটি হতে ঢাকাগামী ৭৬৬ নম্বর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে বিপুল মাদক আসছে। এমন সংবাদের ভিক্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছালে ট্রেনের ‘খ’ বগির ৮নম্বর কেবিনে তল্লাশি করার সময় ২৩নম্বর সিটে যাত্রীবেশে বসে থাকা মাসুদুর রহমানের হেফাজতে থাকা একটি ট্রলি ব্যাগ ও কাগজের কাটুনের ভিতর থেকে ২৫৬বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।