পাবনার ফরিদপুরে বই ঘর ও স্টেশনারী দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আবদুল জব্বার, পাবনা :
পাবনার ফরিদপুর উপজেলার পাঁচপুঙ্গলী বাজারে একটি বইঘর ও স্টেশনারী দোকানে সুদের টাকার বিষয়কে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত দোকান ভাংচুর করেছে। গত শুক্রবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে দুর্বৃত্তরা দোকানের মালিক আলহাজকে মারধর করে। এতে তার স্ত্রী চম্পা খাতুন বাধা দিলে তাকেও দৃর্বুত্তরা মারপিট করে আহত করে। এ সময় দুর্বৃত্তরা চম্পা খাতুনের গলায় থাকা স্বর্ণের চেইন ও হাতে থাকা স্বর্ণের বালা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা দোকানের গ্লাস ও বিভিন্ন মালামাল ভাংচুর করে, লুট করে নিয়ে যায়। ঘটনার পর আহত আলহাজ ও তার স্ত্রী চম্পা খাতুনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


এ বিষয়ে দোকান মালিক আলহাজ ফরিদপুর থানায় অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ সেটা আমলে নেয়নি বলে অভিযোগ রয়েছে।


এ ব্যপারে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা সত্য নয় বলে জানান। তবে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত অব্যহত রয়েছে।