নাটোরের বড়াইগ্রামে ২০ লক্ষ টাকার কারেন্টজাল জব্দ, ৩ জনের কারাদন্ড ও ১২ জনকে অর্থদন্ড

// নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি অবৈধ কারেন্টজাল সংরক্ষণ ও বিক্রি করার দায়ে ৩ জনকে কারাদন্ড ও ১২ জনকে অর্থদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার মৌখাড়া বাজারে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকার ও লক্ষীকোল বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে ১৮ লক্ষ টাকার অবৈধ কারেন্টজাল জব্দ করে। এ অবৈধ জাল বিক্রির অপরাধে ১২ জনকে বিভিন্ন পরিমানে অর্থদ-, গুরুদাসপুরের মসিন্দা গ্রামের লাবু মিয়া ও মোসলেমউদ্দিন নামে ২জনকে ১০ দিন করে কারাদ- এবং বড়াইগ্রামের লক্ষীকোল এলাকার সোহেল রানাকে ১ লক্ষ টাকা জরিমানাসহ ১ মাসের কারাদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেনসহ র‌্যাবের মোট ২৪ জন পোশাকে ও সিভিলে অংশগ্রহণ করে।