অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার মা সমাবেশ অনুষ্ঠিত

// মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা ঃমায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে পাবনার চাটমোহরের স্বনাম ধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের আয়োজনে মাধ্যমিক শাখার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।মা সমাবেশে স্বাগত বক্তব্য দেন, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান সুজন।অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের পরিচালক শিক্ষাবন্ধব ও শিক্ষানুরাগী অধ্যক্ষ এম.এ মতিন বক্তব্যে বলেন, মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। এ সমাবেশে বক্তব্য দেন, অরবিটল লিংক শিক্ষা পরিবারের পৃষ্ঠপোষক হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, পরিচালনা কমিটির অন্যতম সদস্য হরিপুর দূর্গাদাস হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মুহম্মদ আলী হায়দার সরদার, অরবিটল লিংক স্কুল রেসিডেন্সিয়াল শাখার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক (গনিত) মো. জহুরুল আলম, সহকারী শিক্ষক (ইংরেজি) রুহুল আমিন, সহকারী শিক্ষক (বাংলা) রোকসানা খাতুন, সহকারী শিক্ষক (ইংরেজি) সুরুজ আলী প্রমূখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তানজিন হাসান মারুফ ৯ম শ্রেণি, রুবাইয়া হাসান ৮ম শ্রেণি, জিনাতুন নাহার ৮ম শ্রেণি, , রাইয়্যান উল্লাহ ৮ম শ্রেণি ও তাসকিন রহমান প্রজ্ঞা ৬ষ্ঠ শ্রেণি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অদ্য প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক গণিত মো. সোহেল রানা। এ ধরণের মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।