আদমদীঘিতে গ্রামীণ সড়ক কাপেটিং কাজের উদ্ধোধন

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি-তিলকপুর সড়কের সালগ্রাম-আমইল পর্যন্ত গ্রামীণ সড়কের কাপেটিং কাজের উদ্ধোধন করা হয়েছে। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ কাজের উদ্ধোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, প্রকৌশলী অফিসের কার্যসহকারী বিকাশ চন্দ্র দেবনাথ প্রমুখ। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের অর্থায়নে এক কোটি ২লাখ টাকা বরাদ্দে ৪ কিলো ২শ’ মিটার কাপেটিং কাজ টেন্ডারের মাধ্যমে এমএস জায়েদ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পন্ন করছেন।