আদমদীঘিতে চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজন গ্রেফতার

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চোরাই দুটি মোবাইল ফোন উদ্ধারসহ হানিফ সরদার (২৬) নামের এক মোবাইল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টায় আদমদীঘি উপজেলার ডুমুরীগ্রাম তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হানিফ সরদার ওই গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গত ১৭ জুলাই রাতে আদমদীঘি উপজেলার জয় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ও ডুমুরী গ্রামের এমএ কাশেমের বাড়িতে চোর চক্র প্রাচীর টপকিয়ে ঘরে প্রবেশ করে তার ছেলে জয় এর ব্যবহৃত সিমকার্ডসহ একটি রেলমি সি-১১ ও মেয়ে কলেজ ছাত্রী সাদিয়া আফরিন কেয়ার ব্যবহৃত সিমকার্ডসহ একটি আইফোন-৭-প্লাস দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তাদের বাবা এমএ কাশেম বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ প্রযুক্তি ব্যবহার করে চোর ও অবস্থান সনাক্ত করে ঘটনার দুই মাস পর গত সোমবার রাতে মোবাইল ফোন চোরচক্রের সদস্য হানিফ সরদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং উল্লেখিত চোরাই দুটি মোবাইল ফোন ও একটি সিমমকার্ড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।