বৃহত্তর লাকসাম আওয়ামীলীগ নেতা সোলাইমান বিএসসির দাফন সম্পন্ন

আজিম উল্যাহ হানিফ:
লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ১৯৮৬-৮৭ সেশনের সভাপতি, বৃহত্তর লাকসামের আওয়ামীলীগ নেতা এবিএম সোলায়মান মজুমদার (সোলাইমান বিএসসি’র) সোমবার সকাল ৭.২০ ঘটিকায় মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার প্রাক্কালে বুকে ব্যথাজনিত কারণে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে… রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। ১ম জানাযার নামাজ বাদ যোহর সেনবাগের মজিরখিলে মসজিদ প্রাঙ্গণে, ২য় ও শেষ জানাযার নামাজ নিজ এলাকা নাঙ্গলকোটের আটঘরা বাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গন জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন-কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সামছুদ্দিন কালু এআইপি, অর্থমন্ত্রী আহ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এর পিএস কেএম সিংহ রতন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম মজুমদার, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া, জোড্ডা পূর্ব ইউপি চেয়ারম্যান নুরুল আফছার, দৌলখাড় চেয়ারম্যান সাইফুর, ডা. এছাক, আবদুর রহিম, জসিম উদ্দিন চৌধুরী, আবদুর রাজ্জাক সমুন, সাইফুল ইসলাম রুবেল, ওমর ফারুক লিটন, শিক্ষক আবু বকর ছিদ্দিক লিটন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অত্রাঞ্চলের সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, মরহুমের ছোট ভাই ইউসুফ মজুমদার, ইসমাইল মজুমদার, দাউদ মজুমদার, ইব্রাহিম মজুমদার, লেকচারার মো: আলী আককাছ, সেলিম বিএসসি, ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন, আবদুল মতিন মজুমদার। মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আলম।