ধোঁকাবাজ

// এনামুল হক টগর

মানবতার আর্দশ ও সভ্যতার সাইনবোর্ড লাগিয়ে যারা প্রতিদিন,
সমাজ সংকীর্ণতার বিষবায়ু ও মাদকের কোঁন্দল ছড়ায় নির্মম বেদনা।
কখনো দলাদলি হানাহানি করে শুধুই খুনোখুনি রক্তপাত জীবন ক্লান্ত।
খুনিরা সবাই মুখোশধারী ঘাতক ও ভয়ানক দানব দেশ ও সমাজকে করে অশান্ত।
তারা এই জন্মভূমি ও মাতৃভূমিকে রসাতলে ডোবাতে চায় প্রতিনিয়ত।
মানবতার অনুদান তারা লুটপাট করে দরিদ্র ও গরীবের করুন ভাগ্য নিয়তি।
অসহায়রা যন্ত্রাণায় ধুঁকে ধুঁকে কাঁদে কিন্তু দূর্নীতিবাজরা নিত্য হাসে বিলাস!
চালবাজ ধোঁকাবাজ ও দালালরাও সময়কে অশান্তি করে নিঃসঙ্গ জীবন দীর্ঘ নিঃশ্বাস।
ব্যবস্থাপত্রের ঔষধগুলো উধাও হয়ে যায় ভয়ে চুপচাপ নীরব জনতা!
রোগমুক্তির বদলে মানুষের বেদনাই শুধু বাড়ে নিঃসঙ্গ প্রণের নিরবতা।
এভাবেই পদে পদে মানব জাতির ললাটে কঠিন যন্ত্রণা লিপিবদ্ধ হয় তীব্র ক্ষত।
লুটেরা ও শত্রুদের অত্যাচারে সময়ের সুন্দর ও আর্দশগুলো আজ বিপন্ন ব্যথিত।
এই অত্যাচারী আর ভণ্ডরাই দেশ ও জাতির প্রকাশ্য শত্রু ক্রোধ অসংগতি।
তাদের মিথ্যা ছলনাই পৃথিবীতে আজ মাথা তুলে দাঁড়ায় দানব শক্তির অশনি গতি।
ধোঁকাবাজরা ও ভণ্ডরাই আজ সমাজ প্রভু ও মানবতার দাতা শিরোনামে ত্রান কর্তা!
কেউ কেউ ধর্মের লেবাস লাগিয়ে ভণ্ডামি করে অসময় প্রভু সাজে জটিল নিয়তি।
সাবধান চারিদিকে অসংখ্য ধোঁকাবাজ ও চালবাজদের ঘুরাঘুরি।
পৃথিবী চায় মহৎ দেশপ্রেম সভ্যতা কল্যাণ ও মানবতার সেবায় জীবন হোক দীপ্তকর