মৌলভীবাজারে এইচআইভি এইডস প্রতিরোধে এডভোকেসি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর উদ্যোগে লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠির এইচআইভি সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে এডভোকেসি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তন আজ ১৯ সেপ্টেম্বর সকালে। মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা সুমন দেবনাথ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট,আইসিডিডিআর,বি এর টিম লিডার নারায়ন চন্দ্র সরকার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ বর্ণালী দাশ, মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুরাদে আলম। বক্তব্য রাখেন- বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর প্যানেল আইনজীবি জাহেদুল হক কচি, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ, বাধন হিজড়া সংঘের সদর সাব ডিআইসি ইনচার্জ মোঃ আল আমিন ভূঁইয়া, ফ্রেন্ডস ইন রুবাল ডেভেলপমেন্ট বাংলাদেশ এর পরিচালক ইয়াহিয়া বিল্লাহ, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাটা অপারেটর ইকরাম, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাওছার আহমদ ও দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি রিপন আহমদ। সভায় এনজিও প্রতিনিধি, আইনজীবী, ইমাম, সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধিসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।