বগুড়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক সভা

// সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনাতলা বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে সোনাতলা পৌর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

হাজারো নেতাকর্মীর সমাগমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতে উন্নয়ন নিশ্চিত করেছেন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনও ভালো। দেশে কোন দারিদ্রতা থাকবে না সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের অশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি উপহার দিয়েছেন। ‘দেশে কেউ গৃহহীন থাকবে না, কারণ সরকার প্রতিটি গৃহহীন লোককে বিনামূল্যে আবাসন প্রকল্পের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের জননেত্রী।’ ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এসব অপপ্রচারে কান না দেয়ারও আহ্বান জানান তিনি।

সোনাতলা পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সোনাতল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবর রহমান বুলু, সাবেক সহ-সভাপতি শ্রী রাজেন্দ্র প্রসাদ, মো. রস্তম আলী মন্ডল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, তেকানি চুকাই নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জাহেদুল ইসলাম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, সোনাতলা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন দুলু  প্রমুখ।