সাঁথিয়ায় দীর্ঘদিনের পলাতক আসামী আটক।   

 // সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ দীর্ঘ দিনের পলাতক সুচতুর আসামিকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। সে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের চাদপুর গ্রামের ফজলুল হকের ছেলে মোকলেছুর রহমান।  থানা সুতে জানা যায়, মোকলেছুরের সাথে পারিবারিক ভাবে একই উপজেলার মাধপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে আফরোজা খাতুনের সাথে বিয়ে হয়। তাদের একটা কন্যা সন্তানের জন্ম হয়। লোভাতুর মোকলেছ স্ত্রীকে বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে ছোট মেয়েসহ আফরোজাকে গোপনে তালাক দেয়। জানতে পেরে আফরোজা গত ২০১৫ সালে পারিবারিক আদালতে দেন মোহর ও শিশু মেয়ে শরিফার ভরনপোষনের খরচ চেয়ে মামলা করেন। যার নং ৪০/ ২০১৫। বিজ্ঞ আদালত ২০১৭ সালে ২ লক্ষ ৬৯ হাজার টাকার রায় প্রদান করেন। আরো উল্লেখ করেন মেয়ে শরিফার বিয়ে না হওয়া পর্যন্ত প্রতি মাসের ১০ তারিখে মেয়ের টাকা দিতে হবে। সুচতুর মোকলেছ টাকা না দিয়ে দীর্ঘ দিন পালিয়ে থাকে। আফরোজা দেন মোহর ও মেয়ে ভরন পোষন না পেয়ে ২০২৩ সালে ৭৬ নং ডিগ্রীজারী মামলা করেন। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। সাঁথিয়া থানার এসআই রেজোয়ান মীর জানান শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে   পলাতক মোকলেছকে গ্রেপ্তার করা হয়।    সাঁথায়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।