// ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকতা শুরু হলো বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি২০ এর শীর্ষ সম্মেলন।
শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ বিশ্বনেতাদের স্বাগত জানান নরেন্দ্র মোদি।
এর আগে জি২০ সম্মেলনের ভেন্যুতে উপস্থিত হলে মোদিকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর নেতারা জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জড়ো হয়েছেন। সম্মেলনের এই দুই দিনের মধ্যে তারা খাদ্য নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ সমস্যা এবং জলবায়ু পদক্ষেপের বিষয়ে নীতি সমন্বয় করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্ব নেতারা গতকাল শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছান।
এবারের জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসেননি। আরও আসেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর।