// নাটোর প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই’র পীর সাহেব সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,
বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে দেওয়া যাবে না। আপনারা যদি বাংলাদেশের মানুষকে ভালোবেসে থাকেন। তাহলে অবাধ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার আয়োজনে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবীতে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, গত জাতীয় নির্বাচনে শেখ হাসিনা ওয়াদা করেছিল। আমি শেখ মুজিবুরের মেয়ে বলছি, আপনারা নির্বাচনে আসেন সুন্দর নির্বাচন করব। কিন্তু তারা দিনের ভোট রাতে বাক্সে ভরে অবৈধ ভাবে ক্ষমতা দখল করল। বর্তমান সরকার যখন বিরোধী দলে ছিলেন। তখন তারা তত্ত্ববোয়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে পৌনে দুইশ’ দিন হরতাল, অবরোধ করেছিল। আজকে দেশে যত সুযোগ-সুবিধা রয়েছে সব সরকারী দলের লোকজনের জন্য। আমাদের দেশের টাকা পাচার করে বিভিন্ন দেশে তারা বেগমপাড়া তৈরি করেন। আজ মানুষের মৌলিক অধিকার নেই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন- জেলার সহ সভাপতি ক্বারী মকবুল হোসেন, জেলা সাধারণ সম্পাদক মুফতি রকিব বিন আনোয়ার, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ।