সুন্দরগঞ্জ আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

“সুন্দরগঞ্জে পিস্তল উঁচিয়ে গুলির চেষ্টা জনতার রোষানলে পলিয়ে গেলেন আ. লীগ নেতার পিএস” শিরোনামে ২৩ আগষ্ট ২০২৩ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি-র ব্যক্তিগত সহকারী মো: ছাদিকুর রহমান ছাদিককে ব্যক্তিগতভাবে ও দলকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি গোষ্ঠী সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক একটি প্রতিবেদন প্রকাশ করান। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী  মো: ছাদিকুর রহমান ছাদিক। তার প্রতিবাদ লিপি হুবহু তুলে ধরা হলোঃ- আমি মো: ছাদিকুর রহমান ছাদিক চাকুরী সূত্রে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির ব্যক্তিগত সহকারীর দ্বায়িত্ব পালন করে আসছি। আমি সুন্দরগঞ্জের স্থায়ী বাসিন্দা বা ভোটার পর্যন্ত নই। এমনকি আমার পরিবারও এখানে থাকে না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি’র ব্যক্তিগত সহকারী হওয়ায় অসাধু একটি চক্র, যাদের অনৈতিক যেকোনো কাজে উপজেলা আওয়ামীলীগের সভাপতি-র  ব্যক্তিগত সহকারী হওয়ায় বিভিন্ন সময়ে আপত্তি জানিয়ে থাকি। যার ফলে স্থানীয় বিভিন্ন অসাধু রাজনৈতিক গ্রুপ আওয়ামীলীগের সুনাম নষ্ট করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি মূলক প্রতিবেদনটি প্রকাশ করান। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি সংবাদ। আমি এই মিথ্যা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখ থাকে যে আমার কোন পিস্তল নাই, সুতরাং পিস্তল উঁচিয়ে ধরার যে কথাটি বলা হয়েছে সেটি ভিত্তিহীন,মিথ্যা, বনোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। প্রতিবেদনে আরও বলা হয় সে সময় আমি নেশাগ্রস্ত ছিলাম, প্রকৃতপক্ষে আমি কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করি না, প্রয়োজন হলে ডোপ টেস্ট করার মাধ্যমে সত্যতা নিশ্চিত করার দাবী জানাচ্ছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়।