সুন্দরগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সন্ধ্যায় ধর্মপুর পি.এন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ-সংগঠনের আয়োজনে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দেওয়ান আমিনুল ইসলাম মঞ্জু সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক এ.কে. এম কামরুল হুদা রাজু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরুজা বারী। প্রধান বক্তা’র বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান শাকিল। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান তুহিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও তাঁর সহযোগী সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি র‍্যালি ধর্মপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। শেষে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।