১৫ই আগস্ট

শাবলু শাহাব উদ্দিন

একটি রক্ত মাখা শার্টের দাগ নয়
নয় কোন রক্তে প্লাবিত পাহাড়ের ঝর্ণা
সাত সমুদ্র ভেসে ছিল লাল রঙে
১৫ই আগস্ট ছিল আমাদের কান্না
বঙ্গবন্ধুর মান কেন তারা রাখলোনা?
এক জীবন্ত কিংবদন্তি তিনি
তিনি আমাদের বাংলার পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যার হৃদয়ে ছিল বাংলার সকল সম্মান।
এক দলহানাদার বাহিনী
কিছু নাবুঝে করলো একেমন কাহিনী
যে সূর্য উঠেছিল পূর্বগগণে
তাঁকে আলো ছড়াতে তারা দিলনা
আকাশ পাতাল কিংবা ত্রিভুবনে।
১৫ইআগস্টআজওকাঁদে
কোটি বাঙালির নিরীহ প্রাণ
শুধু বঙ্গবন্ধু হারিয়ে যায়নি,
হারিয়েছে বাংলার শেষ সম্মান।