কালিহাতীতে মুজিব বর্ষের গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

// কামরুল  হাসান টাংগাইল পতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মুজিব বর্ষের উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারদের পুনর্বাসনের নিমিত্তে চতুর্থ পর্যায়ে উপকার ভোগিদের অনুকূলে গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ব্রিফিং করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন প্রেস ব্রিফিংয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তারই দেওয়া কালিহাতী উপজেলায় প্রথম পর্যায়ে -১৪৫টি, দ্বিতীয় পর্যায়ে-২১টি, তৃতীয় পর্যায়ে-৪৩টি ও চতুর্থ পর্যায়ে ৮৫টি গৃহ সহ মোট-২৯৪ টি গৃহ নির্মাণ করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমরা ২৭৬টি গৃহ হস্তান্তর করেছি এবং বাকি ১৮টি গৃহ আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন। 

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।