তিনদিন পর বৃষ্টি কমতে পারে

// সারাদেশে আরও বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিন দিন পর বৃষ্টিপাত কমতে পারে।

আবহাওয়া অফিস বুলেটিনে বলা হয়, দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ( ৮ আগস্ট) ভোর ৬টায় পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বান্দরবানে ২৬৮ মিলিমিটার।

সারাদেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পঞ্চমবঙ্গ এবং উত্তরবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর অধিক বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থা রয়েছে।