কমলগঞ্জে নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম ঃ আটক-২

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে নির্মাণ শ্রমিক জাবেদ মিয়া (২৫)-কে কুপিয়ে জখম করার ঘটনায় মামলায় ২জন-কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানার পুলিশ। আটককৃতরা হলেন- কালেঙ্গা গ্রামের ফিরুজ মিয়ার পুত্র সুমন মিয়া (২০) ও সাগর মিয়ার পুত্র মুরসালিন (২১)। আজ ৮ আগষ্ট সকালে সুমন ও মুরসালিন-কে স্থানীয় জনতা ঘেরাও করে পুলিশ-কে সংবাদ দিলে পুলিশ এসে তাদের আটক করে। মামলার এজাহার সুত্রে জানা গেছে- গত ৪ আগষ্ট রাত অনুমান ১১ঘটিকার সময় কালেঙ্গা সাকিন্থ জনৈক সুলতান মিয়ার বসত বাড়ীর সামনে পূর্ব পরিকল্পিত ভাবে নির্মাণ শ্রমিক জাবেদ এর পথরোধ করে অশ্রীল ভাষায় গালি-গালাজ করতে থাকেন। এ সময় তপু মিয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে তার মাথা লক্ষ্য করে ছেদ মারতে থাকে এবং বাম হাতের কব্জি, হাতের তর্জুনি, কনুয়ের নিছে, পায়ের হাটুসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। হাল্লা চিৎকার শুনে প্রতিবেশী তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার শরীরে প্রায় ৫০টি সেলাই লাগে। এ ঘটনায় আহত জাবেদ এর বড় ভাই মনির মিয়া বাদী হয়ে কালেঙ্গা গ্রামের মৃত মালেক মিয়ার পুত্র তপু মিয়া (১৯),কিসমত আলীর পুত্র সোহাগ মিয়া (২০), ফিরুজ মিয়ার পুত্র সুমন মিয়া (২০), সাগর মিয়ার পুত্র মুরসালিন (২১), খোকন মিয়ার পুত্র সুমন মিয়া (১৯)সহ অজ্ঞাতনামা আসামী করে কমলগঞ্জ থানায় মামলা ( নং- ১১, তারিখ ঃ ০৭/০৮/২০২৩ইং) দায়ের করেন।